ছেলেবেলা
ছেলেবেলা
স্বর্ণে সজ্জিত স্বপ্ন আর -
নৈকষ্য ধূলিখেলা,
মনে কি পরে, সেই অবিকল ছেলেবেলা?
অভিলাষিত কাল্পনিক মায়াজালে,
আঁকড়ে থাকা ক্ষুদ্র হাতগুলি -
বাঁধন ছিন্ন আজ, ক্ষতবিক্ষত কর।
রক্তে মিলেছে - ইন্দ্রিয়, অর্থ, অনুভূতি,
শরীর মন জুড়ে আছে পরিণততার ছাপ।
ব্যথিত সকল স্বপ্ন,
ব্যথিত এই মন,
চাইনি তো এই আবর্তন
চাইনি কখনো কক্ষপথে পরিক্রমণ!
সেই অন্ধ উমেদ, সেই অবিমিশ্র সরলতা,
সেই শুদ্ধ দৃষ্টি, সেই অবিরাম প্রসন্নতা -
কখনো চাইনি হারাতে।
কেউ কি পারবে? পারবে কেউ?
প্রত্যর্পণ করতে সেই মায়াজাল -
ফিরিয়ে দিতে সেই ছেলেবেলা ?
ঋদ্ধি চক্রবর্তী
OPURBO!!
ReplyDelete♥️♥️
DeleteDarun❤️❤️
ReplyDelete♥️♥️
Delete❤️❤️
ReplyDelete♥️♥️
DeleteUff bhai hebbii hoyeche ❤️
ReplyDelete♥️♥️
DeleteOshadharon lekha ta ✨💫💗
ReplyDelete♥️♥️
Delete